মনজুর আলম বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন জাতীয় প্রয়োজন। নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে কাজ করতে চান তিনি। রাজনীতি ছাড়ার ঘোষণা দেয়ার ৮ বছর পর ভোটের লড়াইয়ে নামছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এই মেয়র। তার এই ঘোষণার পর আলোচনা বেড়েছে রাজনীতির অঙ্গনে।
এদিকে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনার কৌশল সরকারের নেই, দলটি নির্বাচনে এলে স্বাগত জানানো হবে। আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তিনশ আসনেই প্রার্থী দিবে, তবে সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেয়া হবে।
আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ চায় অপরাজনীতি থেকে বেরিয়ে এসে বিএনপি নির্বাচনে আসুক।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপিতে যাদের নির্বাচন করার যোগ্যতা আছে, তারাই নির্বাচনমুখী। এছাড়া, কমিশন নির্বাচনের তারিখ ঠিক রেখে, যেভাবে অন্যান্য তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে, তা যথার্থ বলেও মনে করেন তথ্যমন্ত্রী।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি যতো আন্দোলন করুক দেশের মানুষ তাদের ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপি নেতারা সুনির্দিষ্ট কারণেই জেলে আছে। দলটির নির্বাচনে আসার শুভবুদ্ধির উদয় হবে বলে, আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কারো জন্য নির্বাচন থেমে থাকবে না বলে জানান তিনি। এছাড়া, কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।#
342/